
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন তিনি।
তার অধিনায়কত্বে সর্বোচ্চ ৫০টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। জাতীয় দলের এ সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ককে নিয়ে দেশ-বিদেশের অনেক তারকা ক্রিকেটার আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, আমার ভাই, আমার বন্ধু এবং আমার ক্যাপ্টেন। আপনার অধিনায়কত্বে খেলতে আমি সবসময় স্বাচ্ছন্দ্য ভোগ করেছি। সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টে রিয়াদ আরও লেখেন, ‘আপনার সঙ্গে মাঠে এবং মাঠের বাইরে আমার যে বন্ধন ছিল সত্যিই স্পেশাল। আপনাকে অভিনন্দন, আমার পথ চলায় গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য। আপনি আমার অধিনায়ক। আপনার প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা আছে ও থাকবে’।