মিমিক্রি কুইন অথৈ এর গল্প !

আসিফ খন্দকার, এটিভি সংবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে অথচ কখনো অথৈ এর কোনো ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দেশে সাড়া জাগানো এই মিমিক্রি আর্টিস্ট এর পুরো নাম ঐতিহ্য অথৈ রায়। বাবা ডা: তরুণ কুমার রায়। মা ঝর্না মজুমদার। পড়াশোনা দ্বাদশ শ্রেণীতে, বিজ্ঞান বিভাগ মাদারীপুর সরকারি কলেজ।
কিভাবে শুরু এই মিমিক্রির যাত্রা এই প্রশ্নের জবাবে অথৈ বলে, “ছোটবেলা থেকেই গান শিখতাম। পরবর্তীতে আবৃত্তি করতে, গান গাইতে, বিভিন্ন ধরনের শব্দ, কথা অনুকরণ করতে ভালো লাগত, যদিও তখন জানতাম না এটা এক ধরনের শিল্প হতে পারে। ছোটবেলায় বিভিন্ন সিনেমা এবং কার্টুন শো গুলোর চরিত্রের কণ্ঠ আমার কাছে আকর্ষনীয় লাগত। একপর্যায়ে যখন জানতে পারি, একজন মানুষ ই একাধিক চরিত্রে কণ্ঠ দেয়, তখন থেকে মীমিক্রি শিল্পের প্রতি আগ্রহ জন্মায়। এ যেন একজনের মাঝেই বহু চরিত্রের বৈশিষ্ট্য। আমি ছোটবেলা থেকে গান শিখছি, সেখান থেকে কণ্ঠের একটা চর্চা ছিল। তারপর পছন্দের চরিত্রের কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করি, হয়ে যায় সেভাবেই।
কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা আমার সহজাত গুণ। সেইভাবে প্রস্তুতি নিয়ে কারো কাছে শেখা না। কোনো কণ্ঠ অনুকরণ করতে চাইলে, একটু চেষ্টা করলেই পারি।”
এবার চলুন দেখে নিই অথৈ এর উল্লেখযোগ্য প্রাপ্তি গুলি কি কি!
১) অথৈ এর মিমিক্রি নিয়ে ইতিমধ্যে বিবিসি নিউজ বাংলা, প্রথম আলো,দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকন্ঠ,  ডিবিসি নিউজ, বৈশাখী টিভি, যমুনা টেলিভিশন, চ্যানেল টুয়েন্টিফোর, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম,জাগো জিউজ,দ্যা ডেইলি ক্যাম্পাসে নিউজ ফিচার করা হয়েছে।
২) সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক শর্ট ফিল্ম ময়না এর নাম ভূমিকায় কণ্ঠদান।
৩) 1st super maniac national mega festival “এ দেশব্যাপী মীমিক্রী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন।
মিমিক্রির পাশাপাশি গানেও অনেক প্রাপ্তি রয়েছে অথৈ এর কাছে।
১) মাদারীপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ২০২১ সালে ‘গানে গানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক গান প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম পুরষ্কার।
২) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এবং ২০২৩ এ রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত এ জেলা পর্যায়ে যথাক্রমে গ্রুপ ক এবং গ এ শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত।
৩) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২০ এ রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত এবং ২০১৯ এ নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত বিষয়ে গ বিভাগে এবং ২০১৭ এ রবীন্দ্র সংগীত, উচ্চাঙ্গ সংগীত বিষয়ে খ বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান ও ২০১৭ এবং ২০১৮ সালে উচ্চাঙ্গ সংগীত বিষয়ে খ বিভাগে আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন।
৪) জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ, মাদারীপুর শাখা আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন।
৫) বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন।
৬) গণ গ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২০১৫ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন।
৭) সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এবং ২০২৩ এ ভাষা ও সাহিত্য (বাংলা, ইংরেজি) বিষয়ে গ্রুপ ক এবং পরবর্তীতে গ্রুপ গ এ মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত।
৮) ২০২৩ সালে মাদারীপুর জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরষ্কার প্রাপ্তি।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অথৈ আমাদের জানায়, “দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে চাই। চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি মিমিক্রি শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে ও খন্ডকালীন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ চালিয়ে যেতে চাই। যাতে মানুষকে চিকিৎসা সেবার মাধ্যমে শারীরিকভাবে এবং মিমিক্রি শিল্পচর্চার মাধ্যমে মানসিকভাবে আনন্দ ও সুস্থতা দিতে পারি।