এস এম জামান, এটিভি সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে ঢাকায় আসছেন ছাত্র-জনতা। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে শাহবাগের দিকে এগিয়ে আসছে। দুপুর পৌনে ২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান করছিল।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে প্রায় দুই হাজার মানুষ অবস্থান নেয়। এসময় মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল ছাত্র-জনতা। সেখানে সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় আশেপাশের গলি থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়। এর ১২ থেকে ২০ মিনিট পরেই সব মানুষ একসঙ্গে ফার্মগেটের দিকে এগোতে শুরু করে। তাদের হাতে বাঁশ, লাঠি এসব দেখা যায়। তবে তারা কোথাও আক্রমণ বা হামলা করেনি।
তারা বলেন, যদি আমাদের ওপর আক্রমণ বা হামলা হয় তাহলে আমরা তা প্রতিরোধ করব। রাস্তায় পুলিশ বা সেনাবাহিনীর কোনো ব্যারিকেড দেখা যায়নি।
এদিকে, দুপুর পৌনে ২টার দিকে আন্দোলনকারী ছাত্র-জনতা কাজিপাড়া, শ্যাওড়াপাড়া পার হয়ে আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে অবস্থান করছিল। সেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসছে মিছিল।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েও কয়েক হাজার শিক্ষার্থী-জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। শনির আখড়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, সেখানে দুপুর দেড়টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা সরকার সমর্থকদের হটিয়ে দেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।