
ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ
হবিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ মহামারী করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। তাঁর করোনা আক্রান্তের খবরে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সলর প্রফেসর গোলাম মুর্শেদ আহমেদ চৌধুরী এক লিখিত বার্তায় করোনা আক্রান্তের জন্য সমবেদনা প্রকাশ ও আশু আরোগ্য কামনা করেছেন।
এ বার্তায় তিনি উল্লেখ করেন, করোনা মহামারিতে সমূখসারিতে থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকার বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনি সিলেট মেডিকেল ইউনিভার্সিটির একজন সম্মানিত সিন্ডিকেট সদস্য হিসেবে আপনার জনকল্যাণমূূলক এ কাজ এ প্রতিষ্ঠানকে গর্বিত করেছে।
