মুকসুদপুরে ১৫০০ লিটার মদসহ গ্রেফতার ১

গোপালগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ  

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০০ লিটার দেশি মদসহ প্রবীর তালুকদার (২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক প্রবীর তালুকদার ওই গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীর তালুকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০০ লিটার দেশি মদ, মদ বিক্রির দুই হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

মাদক বিক্রেতা প্রবীর দীর্ঘদিন ধরে মুকসুদপুরের বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।