মুন্সিগঞ্জ, এটিভি সংবাদ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মোহাম্মদ কালাচান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়য়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ হলুদিয়া গ্রামে প্রতিপক্ষ হিরো সর্দার, বাবু সর্দার ও মাফিয়া বেগমসহ অন্তত ৬-৭ জন নিহত কালাচানের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহতাবস্থায় কালাচানকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাচানকে পিটিয়ে আহত করে তার প্রতিপক্ষরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় মাফিয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।