
বরিশাল থেকে রফিকুল ইসলাম, এটিভি সংবাদ
বরিশালের মুলাদীতে স্বাস্থ্য সচেতনতায় পথচারীদের মাঝে মাস্ক বিরতণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় মুলাদী থানা পুলিশের উদ্যোগে মুলাদী পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, মুলাদী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান, মুলাদী থানার সেকেন্ড অফিসার মোঃ সোলাইমান মাহমুদ, এসআই মহিউদ্দিন জুয়েল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, আবু ইউসুফসহ সকল পুলিশ কর্মকর্তারা।
বর্তমানে মহামারী করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ বিভাগের এ মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান ও এটিভি পরিবারবর্গ।
