
হাসনাত বেগম, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউপির রায়ের বাজারে তেলের গোডাউনে ভয়াবহ আগুনে একজন শ্রমিক মারা গেছেন। আহত তিনজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কেন্দুয়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সরিষা ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, তেলোয়ারি মসজিদের পাশে ব্যবসায়ী মঞ্জুরুল হকের তেল উৎপাদন কারখানা ও গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
মৃত শ্রমিক আঠারোবাড়ি ইউপির বনগাঁও গ্রামের আ. মালেকের ছেলে।