
সোহেল রানা, যশোর প্রতিনিধি, এটিভি সংবাদ
যশোরে ২৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে সার্কিট হাউজের সামনের রাস্তা উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন; যশোর শহরের আরএন রোডের ওহাব আলীর ছেলে শরিফুল ইসলাম ও শহরের সিটি কলেজ পাড়ার আব্দুস সালামের ছেলে মুক্তার হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশের নেতৃত্বে (এসআই) নূর ইসলাম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাস্তায় দুইজন মোটরসাইকেল আরোহীকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়কালে ২শত পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে টালীখোলাস্থ জনৈক হাসান আলীর ০৩ তলা বিল্ডিং এর ২য় তলায় শরিফুলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় ইয়াবা বহনের মোটরসাইকেলের কাটা ট্যাংকিসহ তাদের দখল হইতে আরো ২৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট মোট ২৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে কোতয়ালী থানার মামলা নং ১৩২(২)২০২১ রুজু করা হয়েছে।
