নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে এক আনসার ভিডিপি সদস্য আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর সায়দাবাদ শের এ বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী ডিউটি করছিলেন। এ সময় স্কুলটির সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ওই আনসার সদস্য পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।