
আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ অন্তত ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিবিসি খবরে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এরিক টেলি (৫১) নামে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, বোল্ডারের টেবল মেসা এলাকায় কিং সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কলরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা বন্দুকধারীর হামলার দৃশ্য ভিডিও করেছেন। ভিডিওটি ইউটিউবে প্রচার করেছেন। প্রচারিত ভিডিওতে দেখা যায়, সুপার মার্কেটের ভেতরে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনাকে ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস। এক টুইট বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
