
স্টাফ রিপোর্টার:
রাজধানী বনানী থানাধীন সেতু ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মনির হোসেন (২২)। নীলফামারীর জলডাঙ্গা থানার শিমুল বাড়ীর সাং পশ্চিম এলাকার আমিনুর রহমানের ছেলে মনির। আইএসএল কোম্পানিতে কাজ করতেন তিনি।
রাত সাড়ে ১১টায় বনানী থানার এসআই ফজল বুকের বাম পাশে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যম্প ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। মৃতদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা আছে।