রাজধানীতে বিআরটিসি’র দ্বিতল বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

বিএন‌পি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে বিআরটি‌সি’র একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তি‌নি জানান, রাজধানীর মিরপুর ১০ নম্বরে বিআরটিসি’র একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন নেভাতে কাজ করছে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।