
রতন চৌধুরী (ঢাকা), এটিভি সংবাদ
রাজধানীর চকবাজার এলাকায় বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের নামে ভেজাল ঘি প্রস্তুত ও কৌটাজাত করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, আব্দুল সামাদ (৭৫), মোঃ রবিউল ইসলাম (৪৩), মোঃ শাহজাহান (২৪) ও মোঃ সোহাগ হোসেন (৩১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫ (পাঁচ) মন ভেজাল ঘি উদ্ধারমূলে জব্দ করা হয়।
অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ১২ জুন,২০২১ (শনিবার) দুপুর ৩ টায় চকবাজার থানার বেগম বাজার, আলী হোসেন খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নামিদামি ব্র্যান্ডের ভেজাল ঘি তৈরি করে বাংলাদেশে বাজারজাত করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।
