নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-মামুন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি রাজধানীর উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আল-মামুন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আমলী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি মোহাম্মদপুরে তাজমহল রোডে স্ত্রী ও দুই সন্তান বসবাস করতেন।
নিহতের শ্যালক সাইফুল জানান, বুধবার (২০ ডিসেম্বর) রাতে আল-মামুন অফিস থেকে নিজ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।