
নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে আভিযানিক দল ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ১) মোঃ ফয়সাল (২০), পিতা- মোঃ আবুল কাশেম, মাতা- রুবী বেগম, সাং-কলাকোপা বান্দারা, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ০২ (দুই) টি স্টেইনলেস স্টিলের তৈরী অত্যাধুনিক ফোল্ডিং চাকু, ০৬টি ব্লেড এবং ০১ পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত কামরাঙ্গীরচর থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছে।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।