
এস এম ডাবলু (রাজশাহী), এটিভি সংবাদ
মজুত শেষ হওয়ায় রাজশাহীতে কোভিড-১৯ এর টিকাদানের কাজ বন্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিছু মানুষ টিকা পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে। তবে মজুত শেষ হওয়ায় অনেকেই ফিরে এসেছেন টিকা না পেয়ে। টিকার সরবরাহ শুরু হলে আবার রাজশাহীতে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
রাজশাহীর সিভিল সার্জন (সিএস) ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহীর তিনটি কেন্দ্রে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৭৪ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮১ হাজার ৬৪০ জন। টিকার সরবরাহ শেষ হওয়ায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত ৫২ হাজার ১৩৪ জন টিকা নিতে পারেননি। বাকিরা কবেনাগাদ টিকা পাবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি জেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সিভিল সার্জন আরও বলেন, যারা প্রথম ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তাদের একই কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ প্রটোকল সেটাই বলেছেন।
উল্লেখ্য, প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার ডোজ টিকা আসে রাজশাহীতে। টিকা প্রদানের পর অবশিষ্ট মজুত ছিল ২ হাজার টিকা। দ্বিতীয় দফার ৮৪ হাজার ডোজ টিকা আসার পর দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। এরপর নতুন করে আর কোনো ভ্যাকসিন সরবরাহ আসেনি।
