
আর এন শ্যামা, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি :- ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে শুক্রবার দিবাগত রাতের আধারে এক বাল্যবিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছিল। এসময় গোপনীয়তার সহিত এক ব্যাক্তি ৯৯৯ এর হটলাইেন কল দিয়ে প্রশাসনের সহযোগীতায় উক্ত বিয়ে বন্ধ করে দেন।
জানাগেছে, নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামের নবী হোসেনের কন্যা তাসলিমা আক্তার (১২)কে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার গ্রামের আঃ মন্নাছের পুত্র নাঈম (১৭) এর কাছে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল।
এসময় ৯৯৯ এর কল পেয়ে তাৎক্ষণিকভাবে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন এবং বর ও কনে কে আটক করে থানায় নিয়ে আসেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা এইমর্মে ভ্রাম্যমাণ আদালতের কাছে অঙ্গিকার নামা দিয়ে উভয় পক্ষের অভিভাবক-গণ কিশোর কিশোরীকে ছাড়িয়ে নেয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, মেয়েটি হতদরিদ্র পরিবারের,তার বাবা প্রতিবন্ধী থানায় মানবিক দিক বিবেচনা করে কোন সাজা দেওয়া হয়নি।