
রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একরাতে দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয় বলে জানান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১৪১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১০১ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন।
মৃতদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে একজন ও আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।
