
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে বিএনপি মহাসচিব ঘটনাস্থলে যান। এ সময় নেতাকর্মীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহবান জানান ফখরুল।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রিয়াজ, বিএনপি নেতা মাহফুজ খান সুমন, আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।