
নাজমুল আলম, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারীতে জনসচেতনতায় অগ্নিনির্বাপন পদ্ধতি প্রদর্শন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনিটিতে অগ্নিনির্বাপণের কুলিং, মোদারিং, স্টারভিশন, ঠান্ডাকরণ, শ্বাসরুদ্ধকরণ, ও দাহ্যবস্তু সরিয়ে ফেলা পদ্ধতিসহ বিভিন্ন কলাকৌশল প্রদর্শিত হয়। অগ্নিনির্বাপন প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, অত্র এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ ও ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত সকল সদস্যগণ।
ফায়ার সার্ভিস স্টেশন (সিভিল ডিফেন্স)’র লিডার আব্দুলকুদ্দুস গ্রামেগঞ্জে অগ্নিকাণ্ড কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে সকলকে সচেতন থাকতে আহবান জানান।