
নাজমুল আলম, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগামের রৌমারীতে সাপেঁর কামড়ে জুয়েল ইসলাম (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। জুয়েল যাদুরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র ও উপজেলার ইজলামারী গ্রামের আশরাফুলের ছেলে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে অন্য বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে তাকে সাপেঁ কামড় দেয়। পরে তাকে ঘরোয়া কবিরাজ দিয়ে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার অবনতি হলে ভোর রাতেই তাকে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ।
এ ব্যাপারে রৌমারী সদর ইউপি সদস্য জোনাব আলী বাদশা সাপেঁর কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হুদা (আরএমও)কে মোবাইল ফোনে সাপেঁর কামড়ে অসুস্থ্য ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।