র‌্যাব-১০ এর অভিযান: যাত্রাবাড়ীতে জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ মফিজুর রহমান নামে একজন গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।
মফিজুর রহমান চাঁদপুর সদর উপজেলার বিশ্বনদী গ্রামের মৃত ইদ্রিস খানের ছেলে।
র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে সিপিসি -১, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ১০/ই সায়দাবাদ হুজুরের বাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ মফিজুরকে গ্রেফতার করে।
এসময় ১৮টি ভূয়া সার্টিফিকেট, ১৩টি বিভিন্ন নামীয় জাতীয় পরিচয় পত্র, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড, ১টি মোবাইল ফোন ও নগদ ৩০,২৫০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত মফিজুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।