র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: যাত্রাবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা হতে ইমাম হোসেন পলাশ, আল আমিন ও রেজাউল ইসলাম শান্ত নামে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য আটক করেছে।
কয়েক জন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত রোববার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সদস্যদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমাম হোসেন পলাশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল (দিঘীর পাড়া) এলাকার আব্দুর রহমানের ছেলে, আল আমিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের সেকেন্দার বয়াতীর ছেলে এবং রেজাউল ইসলাম শান্ত রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর ( বৌ বাজার ) এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে। এ সময় তাদের নিকট হতে ০৭ টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট ও ১টি মোটর ড্রাইভিং লাইন্সে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামীগন পরস্পর যোগসাজে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানের মানুষকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছে । এ ঘটনায়
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।