
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটকরা হলেন- আব্দুর রশিদ (৫৭), মুরাদ হোসেন (৩৫) ও সিদ্দিক (৪৮)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি বাংলা প্রতিদিনকে নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় রাজধানীর দারুস সালাম থানার ১৩বি/এ, দ্বিতীয় কলোনি, মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল (মেড ইন আমেরিকা), একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল, নয়টি সিমকার্ড ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র বিক্রি করতো। দীর্ঘদিন ধরে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করে আসছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান কাইমুজ্জামান।