
ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লকডাউনে অসহায় দুই বৃদ্ধের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন চুনারুঘাটের ইউএনও সত্যজিৎ রায় দাশ।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা ৮১ বছরের বৃদ্ধ মোঃ ফজলু মিয়া ফকির ও ৮৪ বছরের বৃদ্ধ আব্দুল কাদির ফকির লকডাউনে অসহায়ভাবে দিনানিপাত করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
সংবাদটি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা পেয়ে রাত সাড়ে নয় টায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় তাৎক্ষণিকভাবে পরিবার প্রতি ৩০ কেজি চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধদের ওসমানপুর এর বাড়িতে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও উপজেলা নাজির কৃষ্ণ কুমার সিংহ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা পেয়েই যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার ভূূূূয়সী প্রশংসা করেন এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান ও হবিগঞ্জ ব্যুুুরো প্রধান সৈয়দ আব্দুল মান্নান।
