লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফের বিতর্কে সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

গত কয়েক বছর ধরে ক্রিকেট মাঠে অন্যতম বিতর্কিত চরিত্র সাকিব আল হাসান। বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। ফের বিতর্কে জড়িয়ে পড়লেন সাকিব আল হাসান। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। আর এই ম্যাচেই বিতর্কিত ঘটনা ঘটালেন বাংলাদেশের প্রাপ্তন অধিনায়ক।

ঘটনার সূত্রপাত হয় সাকিবের দলের পঞ্চমতম ওভারে। সেই ওভারে বল করতে এসেছিলেন সাকিব। ওভারের শেষ বলটি দারুন করেছিলেন সাকিব, পরাস্ত করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিমকে। কিন্তু আম্পায়ার সাকিবের এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন। আর তারপরই মাথা ঠিক রাখতে পারেননি সাকিব। মুহূর্তের মধ্যে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন তিনি। পরের ওভারে ফের আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সাকিব। সেই সময় স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি।