শাহবাগে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি ঢাকা পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী লাইন ম্যান ছিলেন।

জহিরুল ইসলামের সহকর্মী ওবায়দুল জানান, শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় জহিরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তী উপজেলার সংখাই গ্রামে। বাবার নাম আবুল বাশার।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন‌্য ঢামেক মর্গে রাখা হয়েছে।