
বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
গেল বছর থেকে পেশির প্রদাহজনিত বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ পরভু। চিকিৎসার কারণে আপাতত আমেরিকায় রয়েছেন অভিনেত্রী। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চলেছেন তিনি।
খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন সামান্থা। এবার ছোট পর্দায় নয়, একেবারে বড় পর্দায় দেখা যেতে চলেছে সামান্থাকে। শোনা যাচ্ছে, তার বিপরীতে থাকছেন বলিউডের এক বড় তারকা। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, আগামী বছর ঈদের ছবির জন্য করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান। শোনা যাচ্ছে, করণের প্রযোজনায় ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের ছবিতে দেখা যেতে চলেছে তাকে। খবর রটেছে, এ ছবিতেই সালমানের বিপরীতে দেখা যেতে চলেছে সামান্থাকে। সালমানের সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি এক সেনা কর্মীর ভূমিকাতে দেখা যাবে সালমানকে।
প্রায় ২৫ বছর পর ফের এক ছবিতে কাজ করতে চলেছেন করণ ও সালমান। ১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে শেষ বার একসঙ্গে কাজ করেন দু’জনে। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান।
