শুটিংয়ে ফিরছেন পরীমণি

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

মাতৃত্বের কারণে দীর্ঘ দু’বছর চলচ্চিত্র অঙ্গণ থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অবশেষে সিনেমায় ফিরছেন পরীমণি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানী ক্লাবে সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ডোডোর গল্প’ নামের ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। সিনেমাটিতে পরীকে দেখা যাবে কাজল চৌধুরী নামের এক চরিত্রে।

জানা যায়, আগামী ৫ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবির মধ্য দিয়ে শুটিংয়ে নামছেন নায়িকা। ছবিটিতে দেখা যাবে ৮৭ জন শিল্পীকে এবং শুটিং হবে ২৫টিরও বেশি লোকেশনে। ‘ডোডোর গল্প’ সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। ছবিটিতে পরীমণির বিপরীতে সাইমন সাদিকের অভিনয়ের কথা রয়েছে।

পরীমণি বলেছেন, ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে।