
শেরপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
শেরপুরে চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার বিকেলে সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার পাহাড়ী জনপদ বালিজুরি খ্রিস্টানপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সুন্দর আলী স্থানীয় চুকচুকি গ্রামের লঙ্গর আলীর ছেলে।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গত বুধবার বিকেলে পাহাড়ী জনপদে ছোটভাইকে নিয়ে তার খালুর করলাক্ষেত দেখতে যায় কিশোরীটি। এক সময় সে এক কৃষি শ্রমিকের কাছে খাবার পানি কোথায় পাওয়া যাবে জানতে চায়। এ সময় ক্ষেতের একপাশে পাতকোয়া আছে বলে এক শ্রমিক তাকে সেখানে নিয়ে যায়। এরপর তাকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
“মান-সম্মানের ভয়ে পরিবারের তরফ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে কিশোরী পুলিশকে ঘটনা খুলে বলে কান্নায় ভেঙে পড়ে।”
খবর পেয়ে ঢাকায় অবস্থান করা মেয়েটির বাবা শুক্রবার বাড়িতে আসেন এবং থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে মেয়েটির জবানবন্দির প্রেক্ষিতে পুলিশ সুন্দর আলীকে গ্রেপ্তার করে বলেন তিনি।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
