
কেরানীগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খুলে দেওয়া হবে, তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেইনা। বারবার পেছানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দিনক্ষণ।
কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলীম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শোনালেন অনিশ্চয়তার কথা। জানালেন
শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না।
সেই সাথে,শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বলবো পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না। পরীক্ষা যদি না হয় তাহলে পরের ক্লাসে তো উঠতে হবে। তাই পড়া ছেড়ে দিলে হবে না।’
অভিভাবকেদর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভয়ংকর ভিডিও গেমস, মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং;, এগুলোর সঙ্গে কিশোরা যেন না জড়ায়।সেদিকে বাবা-মা্যেরা সব সময় খেয়াল রাখবেন এই সময় যেন একটু বেশি গুরুত্ব দেন।’
শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মেডিক্যাল শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। জুন থেকে টিকা পাচ্ছে আবাসিক শিক্ষার্থীরা
