অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি কমিশন সভার মাধ্যমে চূড়ান্ত হবে। ইতোমধ্যে সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটার খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে কারও কোনো আপত্তি না থাকলে আমরা সেটি চূড়ান্ত করব।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।