সংস্কৃতি প্রতিমন্ত্রীর পিতা আলহাজ্ব এম আবদুল ওয়াদুদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম এম আব্দুল ওয়াদুদের ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ৩১ আগস্ট, ২০২০ তারিখ সোমবার। এ উপলক্ষে আগামীকাল ২৮ আগস্ট ২০২০ তারিখ শুক্রবার ময়মনসিংহের গলগন্ডাস্থ নিজ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মসজিদে দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে।

এম আব্দুল ওয়াদুদ বর্ণাঢ্য কর্মজীবনে দেশের বিভিন্ন অঞ্চলে কর কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাঁর বড় ছেলে মাহমুদ সাজ্জাদ একজন স্বনামধন্য মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মেজ ছেলে বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাবেক মহাপরিচালক, নাট্যচক্রের প্রতিষ্ঠাতা এবং ছোট ছেলে কে এম খালিদ এমপি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।