সস্ত্রীক করোনায় আক্রান্ত নেত্রকোনার জেলা প্রশাসক

নেত্রকোনা থেকে মোস্তাফিজুর রহমান, এটিভি সংবাদ 

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক। রোববার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিয়া।

তিনি জানান, শনিবার করোনা শনাক্ত হয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও তার স্ত্রী কাজী সুমান্না আক্তার। বর্তমানে তারা দু’জন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার জেলায় ১১ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এতে দু’জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্ত হওয়া দু’জনের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান এবং তার স্ত্রী কাজী সুমান্না আক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাজী মো. আবদুর রহমান বলেন, শরীরে জ্বর রয়েছে, কিন্তু দু’জনেই সুস্থ আছি। দ্রুত সেরে উঠতে সবার দোয়া কামনা করেছেন তিনি।

এ পর্যন্ত নেত্রকোনা জেলায় ৮৭৭ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন। জেলায় মৃত্যু হয়েছে ১৬ জন।