সাভার, এটিভি সংবাদ
সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার ( ২৫ শে জানুয়ারি) সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাইমারী স্কুল মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।
সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মনির পালোয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ৭০০ (সাতশ) অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজিব ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল আউয়াল, সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ পালোয়ান, সাভার পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জমির হোসন,সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি, সাভার উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) আবদুর রব খান সজীব, সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি শফিউল বাশার, সাভার পৌর ছাত্র লীগের সভাপতি মাসুম দেওয়ান, সাভার পৌর যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী ।