সালমান শাহ’র মৃত্যুর তদন্ত পুনরায় করা হোক: দাবি ভক্তদের

বিনোদন ডেস্ক:

নায়ক সালমান শাহ’র মৃত্যুরহস্য নিয়ে পিবিআই’র প্রতিবেদন প্রত্যাখান করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভক্তরা। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সালমান শাহ ভক্ত ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পিবিআইয়ের প্রতিবেদনে অনেক অসঙ্গতি রয়েছে। অনেক প্রশ্নের উত্তর প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছে।

 

তদন্তকালীন সময়ে পিবিআই যেসব আলামত পেয়েছে, সেসব আলামত সালমান শাহকে হত্যা করা হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফকু চৌধুরী, সালমান শাহ’র ভক্ত সাজিদ কামাল, মাহমুদ ইকবাল, জেরওয়ান আহমদ, নিহার রঞ্জন দাস, এসপি সেপু, মঞ্জু চৌধুরী ও জুয়েল আহমদ।