সিভিল সার্জন ও চিকিৎসকসহ নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৩

স্টাফ রিপোর্টার:

করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

 

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের এক চিকিৎসক ও বেসরকারি একটি হাসপাতালের এক চিকিৎসক।

 

মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান জানান, শুক্রবার বিকালে সিভিল সার্জন সাহেবের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে।

 

তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন, করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একই দিন করোনা ফলাফল পজিটিভ এসেছে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের। তিনিও বর্তমানে আসোলেশনে আছেন।