সিলেটে একই পরিবারের ৩ খুনে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

গত বুধবার সকাল ৭টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে হিফজুর রহমানের বাড়িতে তাঁর স্ত্রী আমিনা বেগম (৩০), ছেলে মিজানুর রহমান (১২) ও ছোট মেয়ে তানিশা বেগমের (৩) লাশ পাওয়া যায়। হিফজুর রহমানকে সে সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন নিহত আলিমা বেগমের বাবা আইয়ূব আলী।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘হিফজুর রহমানের কাছে আমরা হাসপাতালে সেদিনের ঘটনার সম্পর্কে জানতে চেয়েছি। এতে তিনি বলেছেন, তিনি ওই দিন রাতে স্বপ্নে মাছ দেখেছেন। পরে সেগুলো তিনি কেটেছেন। তাঁর কথাবর্তা অসংলগ্ন। তাঁর মানসিক সমস্যা রয়েছে কি না, সে জন্য আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার ব্যবস্থা করেছি।