
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘হিফজুর রহমানের কাছে আমরা হাসপাতালে সেদিনের ঘটনার সম্পর্কে জানতে চেয়েছি। এতে তিনি বলেছেন, তিনি ওই দিন রাতে স্বপ্নে মাছ দেখেছেন। পরে সেগুলো তিনি কেটেছেন। তাঁর কথাবর্তা অসংলগ্ন। তাঁর মানসিক সমস্যা রয়েছে কি না, সে জন্য আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার ব্যবস্থা করেছি।
