
নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান সোহানুর রহমান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজে জানাযা শেষে সেই ইচ্ছে পূরণেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
তাঁর জানাযার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী ও আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক সোহানুর রহমান সোহান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যু হয় তাঁর স্ত্রী প্রিয়া রহমান। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোহানুর রহমান সোহান বহু ব্যবসাসফল চলচ্চিত্রের নির্মাতা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
