
জনজীবন অতিষ্ঠ, প্রতিকার চান স্থানীয় বাসিন্দারা…
সৈয়দ আব্দুল মান্নান, ব্যুরো প্রধান (হবিগঞ্জ), এটিভি সংবাদ
হবিগঞ্জের বাহুবল উপজেলার উপর দিয়ে প্রবাহিত হওয়া একটি নদীর নাম করাঙ্গী নদী। এ নদীর পানি দিয়ে উভয় পার্শ্বের ৪০/৫০টি গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবন যাত্রা চলে।
এ নদীর উজানে ভাদেশ্বর ইউনিয়নের সফিয়াবাদ গ্রামের কাছে গড়ে উঠেছে ভার্টেক্স পেপার এন্ড বোর্ড মিল। এ মিল থেকে করাঙ্গী নদীতে প্রতিনিয়ত প্রক্রিয়াজাত ছাড়াই নির্গত হচ্ছে বিষাক্ত বর্জ্য পদার্থ। ফলে করাঙ্গীর পানি দুষন হয়ে জনজীবন, নদীর মৎস্য ভয়াবহ পরিনতির শিকার হচ্ছে।
নদীর দুষিত পানিতে বায়ু দূষণ হয়ে মানুষ, জীবজন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে। করাঙ্গী বয়েজ ক্লাব নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এলাকাবাসীকে সাথে নিয়ে ভার্টেক্স পেপার এন্ড বোর্ড মিল কোম্পানির বর্জ্য পদার্থ নির্গত বন্ধের জন্য প্রতিবাদ সভা, মানববন্ধন করে প্রতিবাদ জানালেও তাদের টনক নড়ছেনা।
এ ভয়াবহ অবস্থা প্রতিকারে এগিয়ে আসছে না প্রশাসন, আসছে না পরিবেশ অধিদপ্তর এমনকি পরিবেশবাদীরাও। ফলে এ নিয়ে স্হানীয় জনমনে দেখা দিয়েছে সংশয়, হতাশা এবং চরম ক্ষোভ। নদী পাড়ের চক্রামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাশেম জানান, যে কোন মুল্যে বর্জ্য নির্গতের বিষয়টি প্রতিরোধ করা প্রয়োজন নতুবা জনজীবন ও কৃষি ফসল ধবংসের সম্মুখীন হবে। ওই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
