
বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
সম্প্রতি প্রকাশ পেয়েছে হাওলাদার সায়ীদ এর কথায় তরুণ কন্ঠশিল্পী কনক চৌধুরীর মিউজিক ভিডিও ‘মায়াবাতি’।
“গানটির সুর করছেন ,ফাতেমা ইয়াসমীন তানহা সংগীত আয়োজন কাওসার খান।
এর মধ্যে গানটি ওম স্টার মাল্টি মিডিয়ার ব্যানারে প্রকাশ পেয়েছে ।
মিউজিক ভিডিও নির্মাণ করছেন বি এম সাইফুল ইসলাম এতে মডেল হয়েছেন, কনক চোধুরী নিজেই, হাওলাদার সায়ীদ বলেন “মায়াবতি” গানটি একটি রোমান্টিক স্যাড গান আসা করি গানটি সবার ভালো লাগবে ।
