দিনাজপুর, এটিভি সংবাদ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তাদেরকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও ৪ শিক্ষার্থীকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন হলে অর্থনীতি বিভাগের ২২ সেমিষ্টারের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং দেয়। বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় র্যাগিং নির্মূল কমিটি। এতে ঘটনার সতত্য পায় তারা। বৃহস্পতিবার বিকেলে অর্থনীতি বিভাগের ২২ সেমিষ্টারের ২ শিক্ষার্থীকে ২ সেমিষ্টার, অপর দুই শিক্ষার্থীকে ১ সেমিষ্টার করে বহিস্কার করা হয়। এদিকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে রাত ১২ টায় অবরোধ তুলে নেয় তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. সাইফুর রহমানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।