হারাগাছে আন্ত: স্কুল জিসি কাপ

রংপুর, এটিভি সংবাদ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে মায়া ১ম কাউনিয়া আন্ত: স্কুল জিসি কাপ পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে হারাগাছ একাডেমি ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যায় হারাগাছ হাজি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইমলাম মায়া। এতে সভাপতিত্ব করেন হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুছ ছাত্তার।‌
এছাড়াও বক্তব্য রাখেন- হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিল আক্তার জামিল, হারাগাছ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, দরদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোফাখখারুল ইসলাম মিলন, সাহিত্যিক ও শিক্ষক মাসুদ মোরশেদ, সমাজসেবক রাশিদ রায়হান করিব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, কোরআন তেলওয়াত করেন ফাহিম ফারদিন। আবৃত্তি করেন আফিফা, তাসলিম, রাকিবুল ইসলাম রাকিব। দেশাত্বকবোধক গান পরিবেশন করেন- ছামিরা, নিরা, আনিকা, সিনথিয়া, ফাহিম, ইতি, রাকিব, সজনি, সুবর্ণা ও আয়শা।
প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম মায়াকে ক্রেস্ট তুলে দেন হারাগাছ একাডেমি ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ারের সিনিয়র সহ-সভাপতি রতন রায়হান,  সভাপতি নুরুন্নবী নয়ন, সাধারণ সম্পাদক রাকিব হাসান রুবেল।