অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
ইয়েমেনের উপসাগরে হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজে বাংলাদেশি এবং ভারতের ২২ জন নাবিক রয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিতে হামলায় এর ডানপাশে আগুন লেগে যায়। শনিবারও (২৭ জানুয়ারি) সেই আগুন জ্বলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী জানিয়েছে জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি নাবিক আছেন। জাহাজটির সাহায্যের জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম দ্রুত সাড়া দিয়েছে। বর্তমানে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলেছে, হামলায় জাহাজে থাকা কোনও ক্রু হতাহত হননি। সামরিক একটি জাহাজের সহয়তায় নাবিকরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন।