
নওগাঁ প্রতিবেদক, এটিভি সংবাদ
প্রায় ১৪ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেন (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৭ আগস্ট) র্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটপাড়া এলাকার রাহেদুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কলাই থানায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় আরিফ। এরপর আরিফ জামিনে বের হয়। জামিনে থাকাবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফকে যাবজ্জীবন সাজা দেন। রায়ের পর থেকেই তিনি আত্মাগোপনে ছিলেন।
র্যাব-৫, জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
