যশোরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ৪ হাজার ২ শত ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে ফিরোজা খাতুন নামে এক নারীকে আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
রোববার সন্ধ্যায় র্যাবের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে আসা লাক্স সাবানের একটি চালান রিসিভ করতে এসে র্যাবের হাতে আটক হন ওই নারী। তিনি শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত ফজলে ব্যাপারীর মেয়ে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুরিয়ার সার্ভিসে সাবানের কার্টুনে সাবানের পরিবর্তে ইয়াবার একটি বড় চালান আসছে। একজন নারী সেই চালান রিসিভ করতে আসবে।
এরপর র্যাবের গোয়েন্দা সদস্যরা কুরিয়ার সার্ভিসে আসা এক নারীর গতিবিধি নজরদারিতে রাখে। পরে সাবানের কার্টুন রিসিভ করার সময় তাকে হাতেনাতে আটক করে।
তিনি আরও জানান, আটক নারীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা রয়েছে। এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।