অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে সম্ভাব্য তিন দিনের সফরে দিল্লি যাবেন তিনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, আমি ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছেন জানতে চাইলে সম্ভবত তিনদিনের সফরের কথা জানান তিনি। আর এ সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও এগুলো নিয়ে কাজ চলছে।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে গত ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের এস জয়শঙ্কর। পরদিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন হাছান মাহমুদ।