ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমন লজ্জার হারের পর অব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা।
বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচ আলাদা চারটি ভেন্যুতে খেলবে শ্রীলঙ্কা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন থিকশানা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই লঙ্কান স্পিনার বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’
শ্রীলঙ্কা টিম নিউইয়র্কে যে হোটেলে ছিল, সেখান থেকে ম্যাচের ভেন্যু প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের পথ। হোটেলের এমন ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি নাম বলবো না। তবে এমন দল আছে যারা এরকম জায়গায় থাকার সুযোগ পেয়েছে, কিন্তু মাঠ থেকে হোটেলের দূরত্ব মোটে ১৪ মিনিটের। আর আমাদেরটা প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট।’