নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সব ক্ষেত্রে শান্তির বার্তা ছড়িয়ে দিলে ধর্মে বর্ণে হানাহানি কমে যাবে। মানুষের মাঝ থেকে হিংসা বিদ্বেষ কমলে অশান্তি কমে যাবে। হিংসা বিদ্বেষ থেকে অশান্তি সৃষ্টি।
বুধবার (২ আগস্ট) আষাঢ়ী পূর্ণীমা উপলক্ষে সবুজবাগে বাংলাদেশ ও ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা জাতিসংঘের কার্যক্রমে শান্তির জন্য ভূমিকা রাখছি। শান্তিপূর্ণ দেশে শীর্ষে বাংলাদেশ।
মোমেন বলেন, আমরা প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখলে পৃথিবীতে টেকসই শান্তি অর্জন করতে পারবো। শুধু সরকারের পক্ষে সেটি সম্ভব নয়। সব মানুষ সমান, সৃষ্টিকর্তার সৃষ্টি। বিভিন্ন মতের ও ধর্মের মানুষ আছে, প্রত্যেক মানুষকে যদি আমরা সম্মান করতে পারি তাহলেস্থায়ী শান্তি অর্জন করতে পারবো।